১ ভিজিডি
v ইউনিয়ন কমিটি।
v উপজেলা কমিটি।
v জেলা কমিটি।
v প্রতি মাসে ইউনিয়ন পরিষদে কার্ড বিতরন।
২। ঋণ কার্যক্রমঃ
v বিজ্ঞপ্তী প্রচার।
v আবেদনপত্র বাছাই।
v উপজেলা (সদর) ঋণ কমিটি বাছাই ও অনুমোদন।
v জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে ঋনের চেক বিতরন।
v ঋণ গ্রহিতা কর্তৃক সংশ্লিষ্ট ব্যাংক হতে টাকা উত্তোলন।
৩। মহিলা প্রশিক্ষণ কেন্দ্রঃ
v বিজ্ঞপ্তীর নোটিশ জারি।
v জেলা কমিটি কর্তৃক প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থী নির্বাচন।
v সংশ্লিষ্ট প্রশিক্ষক কর্তৃক ৩ মাস মেয়াদে প্রশিক্ষন প্রদান।
৪। মাতৃত্ব ভাতা প্রদান কার্যক্রমঃ
v ইউনিয়ন বাছাই কমিটি কর্তৃক প্রাথমিকভাবে নির্বাচন।
v উপজেলা বাছাই কমিটি কর্তৃক তালিকা চুড়ান্ত করন।
v উপকারভোগী।
৫। কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা কর্মসূচী ঃ
v ওয়ার্ড পর্যায় হতে (সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনারগন এবং এনজিও কর্তৃক) তালিকা প্রনয়ন।
v জেমবিককা কর্তৃক তালিকা যাচাই বাছাই।
v জেলা কমিটি কর্তৃক তালিকা চুড়ান্ত করন।
v সংশ্লিষ্ট ব্যাংক হতে ৬ মাস পর পর ভাতা বিতরন।
৬। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কার্যক্রমঃ
v ইউনিয়ন কমিটি।
v উপজেলা কমিটি।
v জেলা কমিটি।
৭। মাতৃত্ব ভাতা প্রদান কার্যক্রমঃ
v ইউনিয়ন কমিটি।
v উপজেলা কমিটি।
v জেলা কমিটি।
v প্রতি মাসে ইউনিয়ন পরিষদ কার্ড বিতরন।
৮। সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমঃ
v বিভিন্ন দিবস উদ্যাপন।
v ওঠান বৈঠক।
v আলোচনা সভা।
v কর্মশালা/সেমিনার।
ক্রঃ নং | কার্যক্রম | সেবার ধরণ | সেবাগ্রহণকারী ব্যক্তি/সংস্থা | সেবার স্থান | সেবা প্রাপ্তির সময়সীমা | সেবাদানকারী প্রতিষ্ঠান | মন্তব্য |
১. | বৃত্তিমূলক প্রশিক্ষণ কার্যক্রম | বিভিন্ন ধরণের আয়বর্ধক/বৃত্তিমূলক ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে মহিলাদের আত্ম- কর্মসংস্থানের ব্যবস্থা করা। | দেশের দুঃস্থ দারিদ্য নারী | জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় | আবেদনের পর ১৫-৩০ দিনের মধ্যে | জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় |
|
২. | আর্থ- সামাজিক উন্নয়ন ও সামাজিক সুরক্ষা কর্মসূচী | ভিজিডি কর্মসূচীর আওতায় দরিদ্রসীমার নীচে বসবাস- কারী মহিলাদের খাদ্য নিরাপত্তাসহ প্রশিক্ষণ প্রদান ও আয়বর্ধক কর্মসূচীতে তাদের সম্পৃক্ত করণ। | দারিদ্র পীড়িত ও দুঃস্থ গ্রামীন মহিলা (১৮-৪০ বছর)। | জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক সদর উপজেলায় বাস্তবায়ন। | ৩ মাস | জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যলয় |
|
৩. |
| দরিদ্রমা’র জন্য মাতৃত্ব- কালীন ভাতা কর্মসূচীর অধীনে গ্রামের দরিদ্র গর্ভবতী মায়েদের মাসিক ৩৫০/- টাকা হারে দুই বৎসর মেয়াদে মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়।
| পল্লী এলাকায়র দরিদ্র ১ম/২য় গর্ভবতী/মা’কে । | ঐ | ২ মাস | জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় |
|
৪. |
| ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় দুঃস্থ অসহায় ও প্রশিক্ষিত নারীদের আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে ক্ষুদ্রঋণ প্রদান করা হয়। এ কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন কর্মসূচীর আওতায় ১ থেকে ১৫,০০০/-(পনের হাজার)টাকা পর্যন্ত সহজ শর্তে ঋণ প্রদান করা হয়। | কর্মক্ষম প্রশিক্ষণ প্রাপ্ত দরিদ্র নারী | ঐ | ১মাস | জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় া |
|
৫. |
| কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় পৌরসভায় বসবাস- কারী কর্মজীবি দরিদ্র গর্ভবর্তী মায়েদের মাসিক ৩৫০/- টাকা হারে দুই বৎসর মেয়াদে ভাতা প্রদান করা হয়। | পৌরসভায় বসবাসকারী কর্মজীবি দরিদ্র মহিলা ১ম/২য় গর্ভধারন কাল। | জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় | ২ মাস | জজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় |
|
৬. | নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ | মহিলা ও শিশুদের আইনহত সহায়তা প্রদানের লক্ষ্যে জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির মাধ্যমে স্থানীয় ভাবে নারী ও শিশু নির্যাতন মূলক অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা করা হয়। | নির্যাতিত নারী ও শিশু | জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় | আবেদন এবং অবহিত হওয়ার প্রেক্ষিতে তাৎক্ষণিক ভাবে প্রদক্ষেপ গ্রহণ। | জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যলয় । |
|
৭. | স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন | উন্নয়ন কর্মসূচীকে আরো ব্যাপৃত এবং মহিলা জনগোষ্ঠীকে সম্পৃক্ত করণের লক্ষ্যে স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন সমূহের নিবন্ধন প্রদান করা হয়। | সক্রিয় সেচ্ছাসেবী মহিলা সমিতি | জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। | আবেদন প্রাপ্তির ৬ মাসের মধ্যে নিবন্ধন | জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যলয় । |
|
৮ | বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ (বামকপ) কর্তৃক প্রদত্ত বার্ষিক অনুদান বিতরন। | মহিলাদের আত্ম কর্মসংস্থান ও উন্নয়নের জন্য মহিলা বিষয়ক অধিদপ্তরে নিবন্ধীত মহিলা সংগঠনসমূহ কে আবেদনের ভিত্তিতে বছরে একবার বামকপ থেকে প্রদত্ত অনুদান বিতরন করা হয়। | নিবন্ধীকৃত মহিলা স্বেচ্ছাসেবী সমিতি | জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যলয়। | অনুদান প্রাপ্তির ১ মাসের মধ্যে বিতরণ করা হয়। | জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার |
|
৯. | সচেতনতা বৃদ্ধি এবং জেন্ডার সমতা মূলক কার্যক্রম | নারী উন্নয়ন ও জেন্ডার সমতা আনয়নে বিভিন্ন জন সচেতনতামূলক কার্যক্রম (যেমন- উঠান বৈঠক, সভা, সেমিনার) এর মাধ্যমে যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ, জন্ম নিবন্ধনে উদ্বুদ্ধকরণ, এইচ আইভি (এইডস) নারী ও শিশু পাচার, নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা। | কার্য এলাকার জনগোষ্ঠী | জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। | বছর ব্যাপী ও দিবস অনুযায়ী | জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যলয় |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস